চন্দনাইশ উপজেলার পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বরমা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং তারুণ্যের উৎসব অনুষ্ঠান গত সোমবার সম্পন্ন হয়েছে। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত কার্যক্রম তত্ত্বাবধান করেন ক্রীড়া প্রতিযোগিতা উপ–কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক খালেদুর রহমান ও শরীরচর্চা শিক্ষক কাজী মাহমুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবুল মনসুর। এতে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, কলেজের সহকারী অধ্যাপক মো. আবু তাহের, সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক আনিসুল মালেক, সহকারী অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক মুজিবুল হক, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী সহ কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। ১৫টি ইভেন্টে অর্ধশত বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।