উখিয়া থানা থেকে কক্সবাজারে আদালতে নেয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে অস্ত্র মামলার এক আসামি পালিয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু সেনানিবাস সংলগ্ন এলাকায় বমির ভান করে পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম মুজিবুল আলম (২৮)। তিনি উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট ক্যাম্পের বাসিন্দা। গত শুক্রবার রাতে তাকে কুতুপালং বালুরমাঠ এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গুলিসহ আটক করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছিল।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার বিকেলে পুলিশ ভ্যানে করে ১২ জন আসামিকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হচ্ছিল। পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চায়। এসময় তালা খুলে দায়িত্বরত পুলিশের এক সদস্য পলিথিন দিতে গেলে ওই আসামি প্রিজন ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেয়া হবে বিভাগীয় ব্যবস্থাও।