বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম : লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারে মাঝে তিন দফায় মানবিক উপহার চাল ও নগদ অর্থ তুলে দেয়া হয়। তারেক আজিজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এতে সহযোগিতা করেন নেছার আহমেদ, মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের প্রবাসী ফোরাম। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, মো. আবু ছিদ্দিক, এনায়েত উল্লাহ চৌধুরী, রায়হান লোকমান, শফিকুল রহমান, আব্বাস উদ্দীন হৃদয়, মো. জোনায়েদ, মো. কুতুব উদ্দীন প্রমুখ।

লক্ষ্মী ভাণ্ডার ফাউন্ডেশন : চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে লক্ষ্মী ভাণ্ডার ফাউন্ডেশন। গত ১৯ ও ২০ আগস্ট বরমা, বরকল, সুচিয়া ও হারলায় বন্যাদুর্গত ১৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চন্দনাইশ উপজেলা শাখা।

এ সময় লক্ষ্মী ভাণ্ডার ফাউন্ডেশনের আহ্বায়ক সভাপতি প্রবাল চক্রবর্তী, মহাজোটের চন্দনাইশ উপজেলা সভাপতি সুজন দত্ত, সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, রিপন দেব, পলাশ পাল, শৈবাল দাশ, অরুণ প্রসাদ উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন তপন চক্রবর্তী, শংকর দেব, লিটন বৈরাগী, দেবব্রত ধর দেবু, চন্দন চক্রবর্তী, মনতোষ ধর, নন্দন দাশগুপ্ত ও সমর ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ছিনতাইকৃত টাকা ও ছুরিসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধনাজিরহাটে হালদায় বেইলি ব্রিজ নির্মাণে মন্ত্রণালয়ের উদ্যোগ