প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানানোই বন্দরে ফারজানা আক্তার নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বন্দর থানাধীন মালমবাড়ি এলাকার মৃত এয়াকুব বলীর মেয়ে। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনচার্জ সাদিকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর ফারজানা আক্তারকে চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, এক ছেলের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল ফারজানার। সম্প্রতি ওই ছেলে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এদিকে নিহতের ভাই ইয়াছিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, হঠাৎ করে তার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বসেন। কেন এ কাজটি করেছে সে বিষয়ে পরিবারের কেউ কিছুই জানেন না।












