বদরের যুদ্ধে ইসলামের বিজয় সূচিত হয়েছে

আলোচনা সভায় সাইফুদ্দীন আল হাসানী

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী ওয়াল হোসাইনী আল্‌-মাইজভাণ্ডারী (মাজিআ) বলেছেন, ইসলামের ইতিহাসে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার স্মারক হিসেবে বদরের যুদ্ধ আমাদের কাছে অতি মর্যাদাবান। বদরের যুদ্ধে রোজাদার মুসলিম মুজাহিদদের বীরত্ব ও ত্যাগ তিতিক্ষার ফলে ইসলামের বিজয় সূচিত হয়।

গতকাল মঙ্গলবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে আন্‌জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে বদর দিবস ও শাহ্‌সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানী (ক.)’র চন্দ্র বার্ষিকী ওরশ উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন শাহ্‌জাদা মেহবুব-এ-মইনুদ্দীন, শাহ্‌জাদা হাসনাইন-এ-মইনুদ্দীন। মাহফিলে হযরত মাওলানা বাকের আনসারীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মাওলানা নঈম উদ্দীন, মো. ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, শায়ের মনসুর আলী, মো. আলী হোসাইন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জে ২০ তরুণ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধডাবল প্রমোশন