বদরখালী গ্রামের ওয়াপদা সড়কটির সংস্কার চাই

| শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চকরিয়া উপজেলার বদরখালী গ্রামের ওয়াপদা সড়কটির বেহাল দশায় জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত কয়েক বছর ধরে এলাকাবাসী সড়কটি সংস্কার করার দাবি জানিয়ে আসছে। অত্র এলাকায় বসবাসরত মানুষদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। কারণ এর কোনো বিকল্প সড়ক নেই। বহু বছর পূর্বে সড়কটিতে ইট বসানো হয়েছিল এবং কিছুদিন পূর্বে সামান্য অংশ পাকা করা হয়েছে কিন্তু বৃহৎ অংশের কাজ বাকি থাকায় জনজীবনে দুর্ভোগ কমেনি। বহুদিন যাবৎ সংস্কার কাজ না হওয়ায় সড়কের ইটগুলো খসে পড়েছে এবং কোনো কোনো স্থানের মাটিও ভেঙে পড়ে যাচ্ছে। রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুষ্কর। বিকল্প সড়ক না থাকায় এটি ব্যবহার করে প্রতিদিন এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এবং বাজারে যাওয়ার জন্য এ সড়ক ব্যবহার করতে হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন এলাকাবাসীকে অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে। তাই রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ছাদেক হোছাইন
শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআবদুল মতিন : ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক
পরবর্তী নিবন্ধসময় কথা বলে