চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে গত ১৭ মার্চ চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী আলোচনা সভাসহ নানান কর্মসূচি পালিত হয়।
বান্দরবান : বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র্যালিতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পুলিশ সুপার (এসপি) জেরিন আক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, ডা. নীহার রঞ্জন নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেরিন আক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক লুৎফর রহমান ও ডা. নীহার রঞ্জন নন্দী। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে পরিচালক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি প্রমুখ। বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্ল্যাহর সভাপতিত্বে ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন ডা. এস এম নুরুল করিম, ডা. আবদুর রব, ডা. সঞ্জয় প্রসাদ দেব, ডা. মোহাম্মদ নুরুল হায়দার, ডা. মোহাম্মদ জাবেদ। স্বাগত বক্তব্য রাখেন ডা. সুমন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুজন বড়ুয়া।
মহানগর মহিলা আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সকালে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, যুগ্ম সম্পাদক মালেকা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেবুনেসা চৌধুরী, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কাউন্সিলর হুরে আরা বিউটি, মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক আয়েশা আলম, সদস্য কাউন্সিল তাসলিমা নুরজাহান রুবি, আইন বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক খুরশিদা বেগম, কাউন্সিলর আঞ্জুমান আরা, লাভলী বেগম প্রমুখ।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন : দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে শিশু দিবস উপলক্ষে শিশুদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লায়ন ডা. আর কে রুবেলের সভাপতিত্বে ও মৃণাল কান্তি দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আবু জাফর, মমতাজ উদ্দিন, এম বখতেয়ার উদ্দিন চৌধুরী করিম ভাণ্ডারী, বাদশা মিয়া, ডা. এস এম কামরুজ্জামান, আরাফাতুর রহমান কচি, ইসলাম হোসেন প্রমুখ।
ওমর গণি এমইএস কলেজ : এদিন ওমর গণি এমইএস কলেজের উদ্যোগে শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী, অধ্যাপক মো. খোরশেদ আলম, অধ্যাপক রেজাউল করিম সিকদার, অধ্যাপক মো. নবী হোসেন, অধ্যাপক মো. এরশাদ, অধ্যাপক জেসমিন আক্তার, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, অধ্যাপক ববি বড়ুয়া প্রমুখ।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ১৭ মার্চ বৃহস্পতিবার ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়ল। সাজিয়া আফরিন কুহেলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট নিউরোসার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল উদ্দিন। বক্তব্য রাখেন আলী নাসের চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. শোয়েব, সেবিকা মুখার্জী, শওকতের রহমান মামুন, শিখা রানী দেবী, আতিকুল ইসলাম, শফিউল আজম, মো. তুষার, সিফাত, মঈনুল প্রমুখ।
৪১ নম্বর ওয়ার্ড মহিলা আ. লীগ : ৪১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার এক আলোচনা সভা চৌধুরী পাড়া শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সভাপতি ফারজানা আকতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপ্না বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি মো. আলী। বক্তব্য রাখেন মফজল আহমদ, রোজী আকতার, সাবেরা বেগম, ফারজানা আকতার মুক্তা, ফাতেমা বেগম, শিউলি আকতার, জেসমিন আকতার, শান্তা, ইলমা আকতার, মনোয়ারা বেগম, নাসিমা প্রমুখ।
আরশি নগর : বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সামাজিক সংগঠন আরশিন গরের পক্ষ থেকে ১৩ নম্বর ওয়ার্ডের এক এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়্যদ মুহাম্মদ নিজাম উদ্দিন শাহ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, সহ সম্পাদক মো. রেজাউল করিম রিটন, সংঠনের সাধারণ সম্পাদক আবদুল রকিব।
চন্দনাইশ পৌরসভা শ্রমিকলীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চন্দনাইশ পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা গত ১৭ই মার্চ অনুষ্ঠিত হয়। চন্দনাইশ পৌরসভা শ্রমিকলীগের সভাপতি মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চন্দনাইশ উপজেলর সভাপতি মাহমুদুল হক বাবুল। চন্দনাইশ পৌরসভা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, মফিজুর রহমান বাহাদুর। বক্তব্য রাখেন লোকমান চৌধুরী, আব্দুল আজিজ গিয়াস উদ্দিন চৌধুরী, ওমর ফারুক, মোস্তফা মানিক, সাদেক হোসেন, মহসিন, রাশেদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।