বঙ্গবন্ধু দেশে ফিরে না আসলে স্বাধীনতা পূর্ণতা পেত না

আজাদী ডেস্ক | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চট্টগ্রামসহ বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে বাঙালির দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল বাংলার স্বাধীনতা, বিশ্ব জনমতের চাপে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানী সরকার মুক্তি দিতে বাধ্য হয়েছিল, তিনি যদি বাংলার মাটিতে ফিরে আসতে না পারতেন তাহলে স্বাধীনতা পূর্ণতা পেতো না। গতকাল উত্তর জেলা আ.লীগ আয়োজিত স্বদেশ প্রর্ত্যাবতন দিবসের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমানের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ রাশেদ, আবুল কাশেম চিশতি, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ চক্রবত্তী, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আ সম ইয়াছিন মাহমুদ, দিদারুল আলম বাবুল,শওকত আলম, বেদারুল আলম চৌধুরী বেদার, সরোয়ার হাসান জামিল, প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রদীপ দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী গোলাম ফারুক ডলার, আবদুল মতিন চৌধুরী, আবদুল কাদের সুজন, ডা. তিমির বরণ চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, দেবব্রত দাশ, চেয়ারম্যান নাসির আহমদ, ছিদ্দিক আহমদ বি.কম, আবুল কালাম আজাদ, এম এ মালেক, শামীমা হারুন লুবনা, আ ম ম টিপু সুলতান চৌধুরী, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, দিদারুল ইসলাম, নাছির উদ্দিন, আবদুল হান্নান লিটন, এড. শহিদুল ইসলাম, আতিকুর রহমান চৌধুরী, দিদারুল আলম, মমতাজ উদ্দিন, জীবন আরা বেগম, আবু তাহের, সুরেশ দাশ প্রমুখ।

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালকসহ চুয়েট পরিবারের সকলে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েটে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। এতে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, অধ্যাপক ড. এম.কে. জিয়াউল হায়দার, মোহাম্মদ হারুন ও বিশ্বজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন মোহাম্মদ ফজলুর রহমান এবং মুহাম্মদ রাশেদুল ইসলাম।

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল চবি শহীদ মিনার চত্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নেতৃত্বে অনুষ্ঠিত হয় র‌্যালি। র‌্যালিটি চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে চবি উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

৪২নং ওয়ার্ড আওয়ামী লীগ : গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খয়রাতি মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম..তাহেরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৪২নং ওয়ার্ড আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দীনবন্ধু দাশ গুপ্ত, নাসিরাবাদ শিল্পাঞ্চল ইউনিটের সভাপতি জাফর আহম্মদ, শেখ ফরিদ ইউনিটের সভাপতি শাহীনুল আলম শাহীন, পলিটেকনিক্যাল ইউনিটের সভাপতি মাহফুজুর রহমান বাবুল, শিল্পাঞ্চল ইউনিটের সাধারণ সম্পাদক বজল আহম্মদ, সৈয়দ আসাদ সর্দার, কামাল হোসেন, নজরুল ইসলাম, মোতালেব সরকার, আল মাসুদ চৌধুরী হিরু, সালাউদ্দিন লেদু, আব্দুল মান্নান, আনোয়ারা আলম, মো. আবু, আলী আহম্মদ, মো. শাহাদাত হোসেন, মো. ইউছুপ, ইসকান্দর হোসেন শিবলু, মো. আসাদ, নাজিম উদ্দীন, আলী আহম্মদ, মো. করিম, আব্দুস সালাম, জাফর আহম্মদ, মো. মবিন, সফিকুর রহমান, সিরাজুল ইসলাম লিটন, সোহেল রানা প্রমুখ।

আওয়ামী লীগ : ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্‌বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, সরোয়ার জাহান চৌধুরী, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, নূরুল আনোয়ার, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, সনত বড়ুয়া, আবুল বশর, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম রিপন, মো. নাহিদ,মো. জুয়েল, জাহেদ, এড. সৈয়দ রবি, মো. সাইফুল করিম, ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, ইমরান আহমেদ শাওন প্রমুখএ

বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা : চট্টগ্রামস্থ স্থানীয় প্রেস ক্লাবের এস রহমান হলে গতকাল বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলার শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনেই পূর্ণতা পেয়েছে বাঙালির স্বাধীনতা’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়দা তাহেরার সভাপতিত্বে এবং শাবানা বানুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. আইয়ুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগামী নির্বাচনে জয়ী হওয়ার বিকল্প নেই।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। পরে নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে আলোচনা সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। এসময় আরো বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনোয়ার জাহান মনি, আজিজ মিসির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, দেবাশীষ আচার্য্য। প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুর সঞ্চালনায় সভা শেষে ৩০০জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

কদম মোবারক উচ্চ বিদ্যালয় : কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন শিক্ষক এএসএম আবদুল মালেক, দীপক কুমার দত্ত, মাহমুদুল করিম, বশিরুল হুদা ভুঁইয়া ও শিক্ষার্থী প্রত্যয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন এএনএম মাইনুদ্দীন, সুমেন চৌধুরী, চাঁদ সুলতানা, আমিমা ছিদ্দিকা, দিদারুল আলম, মিলন মিয়া, হাসিনা দিলরোবা, ঐন্দ্রিলা ঘোষ ও ঝুলন দেব।

পটিয়া উপজেলা আওয়ামী লীগ : পটিয়া প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার পটিয়া উপজেলা সমিতির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন, জসিম উদ্দিন, খোরশেদ আলম, আলম মাঝি, মো. আলী মাঝি, শফিকুল ইসলাম মাঝি, নাজিম মাঝি, হাসেম মাঝি, ছোট, মো. সুজন, বাদশা, আরিফ, আসিফ, আমিন, নুরুল ইসলাম রুবেল, সাজ্জাদ হোসাইন। আলোচনা সভা শেষে বয় সমিতির প্রায় সাত শতাধিক নেতাকর্মীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম।

বাংলাদেশ দূতাবাস আবুধাবী : বাংলাদেশ দূতাবাস আবুধাবীর উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রাষ্ট্রদূত আবু জাফরের সভাপতিত্বে এবং দূতাবাসের সচিব লুৎফুন নাহার নাজিমের পরিচালনায় অনুষ্টিত হয়।

এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুল, আবুধাবী যায়িদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাবিবুল খন্দকার, বাংলাদেশ সমিতি ইউএই সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, সহ সভাপতি শওকত আকবর, মঈন উদ্দিন, স্বজল চৌধুরী, প্রকৌশলী আশীষ বডুয়া, কামরুজ্জমান, আবদুল্লাহ আল হোসেন, জাকির হোসেন জসিম, সুলতান আহম্মেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদে হাজী ফয়েজ আহমেদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে পুরো বিশ্বে কম্পিউটার এবং বিগ ডাটার গুরুত্ব শীর্ষক সেমিনার