বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একদিন পর আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে টানেলের ভেতরে একটি মুরগি বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
টানেল সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার সকালে আনোয়ারা প্রান্ত থেকে টানেল পার হওয়ার সময় একটি মুরগি বহনকারী পিকআপের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের টিউবে ধাক্কা দেয়। এ নিয়ে টানেল উদ্বোধনের পর থেকে গত আড়াই মাসে টানেলে ও সংযোগ সড়কে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে ।
এ ঘটনার এক দিন আগে এর গত মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার সময় টানেলের আনোয়ারা প্রান্তে সংযোগ সড়কের বৈরাগ এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সিকিউরিটি পোস্ট ভেঙে সাতজন আহত হন। তার আগে আরো চারটি দুর্ঘটনা ঘটে।