বঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবলে চট্টগ্রাম রানার্স আপ হয়েছে। দারুণ জমে ওঠা ফাইনালে তাদের হারিয়ে বঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবলে সেরা হয়েছে পঞ্চগড়। শুরুটা ভালো করলেও শেষটা ভালো হয়নি চট্টগ্রাম জেলার। গতকাল মঙ্গলবারের ফাইনালে ২১-২৫, ২৫-২২, ১৯-২৫, ২৭-২৫ ও ১৫-১০ ব্যবধানে জিতে পঞ্চগড়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কুমিল্লাকে হারিয়েছে দিনাজপুর। রানার্স আপ চট্টগ্রামের মোহাম্মদ শাওন সেরা অ্যাটাকার, চ্যাম্পিয়ন পঞ্চগড়ের মোহাম্মদ আশিক সেরা সেটার ও মোহাম্মদ রিসালাত সেরা লিবারু হয়েছেন।