ফোনটি আসেনি, এলো স্বাধীনতা

রেজাউল করিম | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

মার্চ মাস। চৈতী উত্তপ্ত হাওয়া বয়ে যায়
সারা পূর্ব বাংলায় ভীষণ উদ্বেগ উৎকন্ঠা
চলছে উত্তেজনা নেতায় নেতায় সংলাপ।
বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা
ছাড়া আর কিছু মেনে নেবে না।
সংলাপ ব্যর্থ, অধিবেশন স্থগিত।
তবু একটি ফোনের
অপেক্ষায় ছিলেন অবিসংবাদিত নেতা–
সেই প্রতীক্ষিত ফোনটি আর কখনও আসেনি।

সেদিন পতপত করে ওড়ার কথা ছিলো
চাঁদ-তারা খচিত পতাকা
অথচ কী অবাক কাণ্ড!
একযোগে সেদিন বাংলার ঘরে ঘরে ওড়ে
লাল-সবুজের পতাকা যেন হাজার বছরের
কর্ষিত মাঠ ফুলে ফুলে প্রস্ফূটিত।
পুবাকাশের সূর্যরশ্মি জানান দেয়
আর নয় পরাধীনতা-
বাংলার আকাশ নদী মাঠঘাট পাহাড় পর্বত
গভীর অপেক্ষায় স্বাধীনতা নামক শব্দটির জন্য।

প্রতিটি মুহূর্ত উদ্বেগ উৎকন্ঠায় গড়িয়ে যায়
কী আশ্চর্য! সেদিন রাতের আঁধারে
পাক ইবলিশের অগ্নিকুণ্ডে বুক ঝাঁঝরা
হয়ে যায় অগুনিত বাঙ্গালির রক্তস্রোতে-
আর দেরি নয় নেতার কণ্ঠে সেই প্রতীক্ষিত ঘোষণা-
আজ থেকে বাংলাদেশ স্বাধীন।
সেদিন থেকে এলো বাংলায় বহু প্রতীক্ষিত স্বাধীনতা।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসি তোমায় আমি
পরবর্তী নিবন্ধপ্রহেলিকা