একটা স্বাধীন রাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতা সকলেরই থাকবে, তার মানে এই নয় যে আমার মনে যা আসবে তাই লিখে দেশে একটা অরাজকতা সৃষ্টি করা হবে, একটা পরিকল্পিত নাটক সাজিয়ে লাইভ ভিডিও প্রচার করে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করা হবে এমন তো চলতে দেওয়া যায় না। ভার্চুয়াল জগত এখন বিশাল এক গণমাধ্যম, যেখানে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে যেতে এক সেকেণ্ড সময় লাগে না, তাই যে কোনো খবর প্রকাশের কিংবা প্রচারের ক্ষেত্রে যথাযথ আইন প্রয়োগ করা জরুরি হয়ে পড়েছে। ২০১২ সালের রামু ঘটনা শুরু করে ২০২১ সালের পীরগঞ্জ পর্যন্ত অসংখ্য সাম্প্রদায়িক নির্যাতন হয়েছে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে। তাই সরকারিভাবে এখন থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার হয়ে পড়েছে। বেশ কিছুদিন আগে এমন ঘটনার জের ধরে আমেরিকা, লন্ডন ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছিল।
বাংলাদেশের আইটি কর্তৃপক্ষ ও ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে ফেসবুক কৃর্তপক্ষের সাথে কথা বলেছিলো, তারা বলেছে আমাদের ফেসবুক বাংলা ভাষা বুঝে না। তাই সে ব্যাপারে আমাদের কোনো নীতিমালা নেই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা তাদের ফেইসবুক ব্যবহার করি, আমাদের কাছ থেকে তারা কোটি কোটি ডলার আয় করবে, আর ফেসবুক বাংলা ভাষা বুঝবে না এটা তো হবে না। এখন এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) এর যুগে এইসব কথা কতটা গ্রহণযোগ্য সে বিষয়ে একটা প্রশ্ন থেকেই যায়। বাংলা ভাষা বোঝার এলগরিদম ক্রিয়েট করা তাদের জন্য কোন ব্যাপার বলেতো মনে হয় না। তাই দেশের মানুষের কল্যাণের জন্য খুব শীঘ্রই সরকারের এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া দরকার। এভাবে চলতে থাকলে যখন-তখন যে কেউ উস্কানি দিয়ে যেকোনোভাবে সাম্প্রদায়িক হামলা অব্যাহত রাখবে।