এই ফেব্রুয়ারি মাস আসলেই মনটা কেমন ভারাক্রান্ত হয়ে ওঠে শহীদদের জন্য। আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হওয়ার কারণে গর্ব বোধ করি আমরা বাঙালি জাতি হিসেবে। এই মাসে থাকে রঙিন বসন্ত উৎসব। পলাশ ফুলে রাঙা হয় মাঠ, ঘাট, রাস্তা। গাঁদার হলুদ, কমলা ফুলে আনে স্বপ্নীল বসন্ত। এরপর ই থাকে বই মেলার বিশাল আয়োজন। এই বইমেলা শুধু বইয়ের সমাহার ই নয়, এখানে থাকে বন্ধু, সাথী, লেখক, পাঠক আরো অনেক বড় বড় গুণী মানুষের সাহচর্য। লেখকদের পদ চারণায় প্রাণবন্ত হয়ে ওঠে বইয়ের স্টলগুলো। বাতিঘর, সাহিত্য বিচিত্রা, শৈলী, নন্দন বইঘর, পাঞ্জেরী, পেন্সিল, জ্ঞানদ্বীপ আরো অনেক অনেক প্রকাশনার স্টলে দেখা হয় নতুন ও প্রবীণ লেখকদের সমাগমে পাঠকদের বই কেনা ও জানার প্রতি আগ্রহ।
শৈলী স্টলে অনেক গুণে গুণান্বিত, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত রাশেদ রউফ স্যারকে দেখে ভিড় লেগে যায় সকল লেখক ও পাঠকদের মধ্যে। রাশেদ রউফ স্যারের সাথে এ যেন অন্য রকম আন্তরিকতার সম্পর্ক সবার সাথে। সবার সাথে কি সুন্দর মনোমুগ্ধকর হাসিমুখে কথা বলা, ছোট বড় সবাইকে সমান দৃষ্টিতে দেখা, কোন ভেদাভেদ না করে সকলকে আপন করে নেয়া, এসব বিষয় মানুষকে মুগ্ধ করে, আরো বেশি বই প্রেমে উদ্বুদ্ধ করে তোলে সকলকে। এছাড়াও বিএড কলেজের শিশির স্যার, সুব্রত চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, ইমরান চৌধুরী, সুমাইয়া শিমু, আরো অনেক অনেক গুণী মানুষ ও লেখকের সাথে হয় বেশ গল্প,আড্ডা, মজার মজার কথোপকথন। জানা হয় অনেক অজানা বিষয় সম্পর্কে। গুণী মানুষের সাহচর্যে লেখার জগতে আসে আরো নতুন নতুন মুখের লেখার জগতে আসার অনুপ্রেরণা। তাই এই ফেব্রুয়ারি শুধু শোকের নয়, নয় বসন্তের, আবার শুধু বই মেলার আয়োজনই নয়, এই ফেব্রুয়ারি মাস হলো শ্রদ্ধার,গর্বের, ভালোবাসার, জ্ঞান আহরণের ও অনেক মানুষ একসাথে মিলিত হওয়ার মিলনমেলা। সমপ্রীতি ও সৌহার্দপূর্ণ, ভালো, মহৎ ও গুণী মানুষের সান্নিধ্য লাভ করার, দেশপ্রেমের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সাফল্য লড়াই করে ছিনিয়ে আনা মাতৃভাষা অর্জনের মাস। তারপরও হাজারো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষার মাসকে স্মরণ করি গভীর শ্রদ্ধা ভরে।
লেখক : শিক্ষক ও কবি