নগরীর আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল বিক্রেতা দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে ১৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।দুই নারী হলো কক্সবাজারের রামুর বাংলাবাজার এলাকার রায়হানের স্ত্রী জাহেদা বেগম (২০) এবং টেকনাফের লেদা পূর্বপাড়ার আবুল কাশেমের মেয়ে রুমি আক্তার (১৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ১৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।
দীর্ঘদিন ধরে তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো চট্টগ্রামের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।