প্রধান দুই আসামি গ্রেপ্তার স্বীকারোক্তি

নাইক্ষ্যংছড়িতে বাইক চালক হত্যা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে বাইকচালক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল রাজিয়া বেগম (১৮) ও মো. আনোয়ার (৩০)। গ্রেপ্তারের পর তারা খুনে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা শূভস রায় জানান, বাইক চালক শহীদুল ইসলাম হত্যা মামলায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আলী আকবর।

মামলার পর গত মঙ্গলবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি রাজিয়া বেগমকে। পরে বৃহস্পতিবার রাতে ঈদগড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মামলার অন্যতম আসামি ও হত্যা মিশনের প্রধান মো. আনোয়ারকে। আসামিরা পুলিশর কাছে খুনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধফেনসিডিল বিক্রেতা দুই নারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঁচল না নদী