ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাফিজুর রহমান এ তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফশিল মতে আগামী ৩ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১১ থেকে ১৫ মার্চ পাঁচদিন মনোনয়ণ বিক্রি করা হবে। ১৬ ও ১৭ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন। ১৮ মার্চ মনোনয়ন পত্র বাছাই করা হবে। ১৯ মার্চ বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করা হবে। ২০ মার্চ মনোনয়নের উপর আপত্তি গ্রহণ। ২১ মার্চ আপিলের উপর শুনানি। ২২ মার্চ বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ। ২৩ মার্চ মনোনয়ণ প্রত্যাহার এবং ২৪ মার্চ প্রকাশ করা হবে চুড়ান্ত প্রার্থী তালিকা। এরপর ৩ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ ।
এরপর ভোট গগনা শেষে ফলাফল ঘোষনা করা হবে। সমিতির মোট ৩৫টি পদের জণ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে রয়েছে একজন সভাপতি। একজন সিনিয়র সহ সভাপতি, চারজন সহ সভাপতি, একজন সাধারন সম্পাদক, একজন অতিরিক্ত সাধারন সম্পাদক, দুজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, ৯টি বিভিন্ন সম্পাদকীয় পদ এবং ১৫ জন নির্বাহি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ডে ক্রিকেট কার্নিভ্যাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে ভূমিকম্প : নিরাপদে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা