চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা কারী ছৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন বলেছেন–ফিকহ হচ্ছে ঐশী হেদায়েত এবং শরিয়াতে নববী হতে আবিষ্কৃত একটি বিষয়। যা মানুষের আত্মপরিচয়সহ যাবতীয় কল্যাণকর এবং ক্ষতিকর বিষয়াদি সম্পর্কিত জ্ঞান। ফিকহ কোরআন এবং সুন্নাহ থেকে পৃথক কিছু নয়, বরং যা এ দুটির অন্তর্নিহিত বিষয়াদি সুস্পষ্টভাবে দৃশ্যমান করে থাকে।
আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের (একেএনবি) উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম এলজিইডি ভবন কামরুল হাসান সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত ১০ম পবিত্র দরসুল ফিকহ মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ (একেএনবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন– হাটহাজারী ছিপাতলী গাউসিয়া মঈনিয়া বহুমূখী কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা কারী ছৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন। প্রধান আলোচক ছিলেন– চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ আলোচক ছিলেন– জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল (এম এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আলকাদেরী। সম্মানিত আলোচক ছিলেন– বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, উপাধ্যক্ষ আল্লামা শরিফ মোহাম্মদ সোলায়মান আলহাসানী, মুফতি আল্লামা ইব্রাহীম হানাফি, মুফতি আল্লামা শহিদুল ইসলাম চৌধুরী, আল্লামা ফখর উদ্দীন আলকাদেরী, দরবারে বারিয়ার শাহজাদা ছৈয়দ সাইফুল ইসলাম বারী, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, রাজনীতিবিদ স ম হামেদ হোসাইন, আল্লামা মুফতি নিজাম উদ্দীন নোমানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন– মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন– মাহফিল প্রস্তুতি কমিটির সচিব অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী। মাওলানা কাজী শফিউল আজমের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা আবদুল আজিজ রজভী, মাওলানা স ম শহিদুল হক ফারুকী, অধ্যক্ষ আল্লামা আবদুল হান্নান, উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা রিয়াজ মাহমুদ, মাওলানা মমতাজ উদ্দীন হোসাইনী, মাওলানা ওবাইদুল হক তৈয়বী, স ম শওকত আজিজ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা মহিউদ্দীন তাহেরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ নুরুল আমিন, হাফেজ মাওলানা ইসহাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।