স্বেচ্ছাসেবী সংগঠন লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে হাটহাজারীর ফরহাদাবাদ সেফ হোমে অবস্থানরত নারী ও কিশোরীদের হেপাটাইটিস বি সচেতনতা ক্যাম্পেইনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন চমেক হাসপাতালের লিভার (হেপাটোলজি) বিভাগের সহযোগী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় চার থেকে পাঁচ শতাংশ রোগী হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের জন্য প্রধানত দায়ী হেপাটাইটিস। প্রধান অতিথি মো. ফরিদুল আলম বলেন, কেবল সচেতন হলেই লিভার রোগ প্রতিরোধ করা সম্ভব। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর বলেন, নারীর সমঅধিকার ও সমসুযোগ তৈরীতে বিনামূল্যে টিকাদান কর্মসূচি একটি লাগসই বিনিয়োগ। পরে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে প্রতিষ্ঠানের ৯৪ জন হেফাজতীকে হেপাটাইটিস বি ও সি পরীক্ষাসহ হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রয়োগ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।