রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে রাইস মিলস সমিতির মতবিনিময়

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির উদ্যোগে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ ও সকল পণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উল্লাহ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফখরুল আলম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদ, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহসভাপতি আফসার উদ্দিন এমকম, চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহসভাপতি ফয়েজুল্লাহ চৌধুরী বাহাদুর, চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ বেলাল, চাকতাই চট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সাবেক সভাপতি শান্ত দাশগুপ্ত চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ হোসেন, চাকতাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মিলন কান্তি দাশ, হাজী মীর আহমদ সওদাগর, সেকান্দর হোসেন বাদশা, আলী আকবর সওদাগর, আব্দুর রহিম ফোরকান, আবুল বশর, জহুরুল হক মজুমদার, স্বপন কুমার সাহা, মোহাম্মদ সেলিম, সোহেল আহাম্মাদ খান বাপ্পি, ঋষিকেশ সাহা, বেনু দেবনাথ, প্রবীর দাশ, মোহাম্মদ শাহজাহান, আব্দুল গনি পিয়ার ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ সেফ হোমে হেপাটাইটিস সচেতনতা ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধউত্তরাধিকারের রাজনীতির কাছে দেশের মানুষ বন্দি হয়ে গেছে