ফটিকছড়ির হারুয়ালছড়িতে সৈয়দ ফয়জুল হক মাইজভাণ্ডারী (ক.) ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম ফারুকীর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। এসময় সৈয়দ ফয়জুল হক মাইজভাণ্ডারী (কঃ) ব্লাড ডোনার্স গ্রুপের উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।