ফটিকছড়িতে সার্থক (৩) ও চিন্ময় (৩) নামের দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া পূর্ব বড়ুয়া পাড়া নিরোধ মাস্টার বাড়িতে এঘটনা ঘটে।
সার্থক বড়ুয়া হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সুমন বড়ুয়ার ছেলে ও চিন্ময় বড়ুয়া শুভ্র তিন টহরি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রূপেশ বড়ুয়া ও হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তন্বী বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার বৃন্দাবনহাট বাজারের পূর্ব পার্শ্বে বড়ুয়া পাড়ার টেক সংলগ্ন নিরোধ মাস্টার বাড়ির একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশু সন্তান পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে তাদের খুঁজতে গিয়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুকে মৃত ঘোষণা করেন।