ফটিকছড়ির দাঁতমারায় ২টি অবৈধ স’মিল (করাতকল) বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ ঘনফুট গোল ও চেরাই কাঠ জব্দ করা হয়। গতকাল রোববার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন। জানা যায়, বনবিভাগের সংরক্ষিত ও রক্ষিত সীমানা এলাকায় স’মিল স্থাপন করায় রেঞ্জ অফিসার, করেরহাট রেঞ্জের অভিযোগের প্রেক্ষিতে লাইসেন্সবিহীন করাতকল দুটি বিধিমোতাবেক বন্ধ করে দেয়ার জন্য রেঞ্জ অফিসারকে নির্দেশ প্রদান করা হয়। এছাড়া অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ ঘনফুট গোল ও চেরাই কাঠ জব্দ করা হয় এবং বিধিমোতাবেক নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে রেঞ্জ অফিসারকে নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে এসিল্যান্ড মেজবাহ উদ্দিন বলেন, অবৈধ করাতকল এবং গাছ পাচারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।