প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভাঙলেন খালেদ-মিরাজ

টেস্ট সিরিজের প্রথম ম্যাচ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ৭:০৯ অপরাহ্ণ

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন এলগার ও সেরাল উইকিকে সাজঘরের পথ ধরিয়েছেন খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে তারা ১১৩ রান করেন ।

প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে আউট করেন খালেদ আহমেদ। তার বাউন্সারে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এলগার। তার আগে ১০১ বল খেলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

আর সেরাল উইকিকে ফেরান মেহেদি হাসান মিরাজ। উইকি সাজঘরে ফেরার আগে ৬ চারের সাহায্যে ১০২ বলে ৪১ রান করেন।

এদিন টস করতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টের সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি।

এদিকে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ডারবানে নিজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলছেন। আফ্রিকার ২৪তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলকে পা রাখলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচ খেলে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাঠেও অভিজ্ঞতা বেশ তিক্ত। বাংলাদেশ ছয় ম্যাচ খেলেছে দেশটিতে আর প্রত্যেকটিতেই হেরেছে বড় ব্যবধানে। আর বাকি পাঁচ ম্যাচ ছিলো ইনিংস ব্যবধানে হার। একটিতে ৩৩৩ রানের পরাজয়। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের মাঠে বাংলাদেশ ৬ টেস্ট খেলে দুটি ম্যাচে ড্র করেছে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার একাদশ: ডিন এলগার, সারেল আরউই, কিগান পিটারসন, রায়ান রিকিলটন, টেম্বা বাভুমা, কাইল ভারাইনে (উইকেটরক্ষক), ওয়ান মুলদার, সিমন হারমার, কেশব মহারাজ, ডুয়াইনি অলিভিয়ের, লিজার্ড উইলিয়ামস।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ বসতঘর
পরবর্তী নিবন্ধচকরিয়ার সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে একলাব