চকরিয়ার সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে একলাব

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ৮:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় একসঙ্গে ৬ ভাই নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এনজিও সংস্থা একলাব। আর্তমানবতার সেবাকে প্রাধান্য দিয়ে সংস্থাটি বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

তন্মধ্যে ৪৫০ কেজি চাল, ৪৫ কেজি করে ডাল, পেঁয়াজ ও তেল রয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে এনজিও সংস্থা একলাবের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয় পরিবারগুলোর মাঝে।

এ সময় উপস্থিত ছিলেন ছয় পুত্রহারা বৃদ্ধা মা মৃণালিনী শীল, স্বামীহারা স্ত্রীরা, বাবাহারা পুত্র-কন্যারা। এছাড়াও উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য জেসমিন আক্তার ও সোফাইদা জান্নাত রিনা, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, একলাব এর প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবুর রহমান ভূইয়া, উপজেলা ম্যানেজার জামশেদুল আলম, প্রোগ্রাম অর্গানাইজার মো. আসাদুজ্জামান, চয়ন কুমার রায় ও রাজন কুমার সুশীল, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. মামুনুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভাঙলেন খালেদ-মিরাজ
পরবর্তী নিবন্ধঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল চবি শিক্ষার্থী