প্রেমের মহাকাব্য দীনা মরিয়ম | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ চারুলিপির নীল কলমে তোমায় নিয়ে লিখবো তারই ফাঁকে নতুন করে ভালোবাসতে শিখবো ছন্দ বার্তা মাত্রা ছাড়া, এক্কেবারে ছন্নছাড়া পাতার পর পাতায় হবে প্রেমের মহাকাব্য সেসব কথা লিখতে লিখতে তোমার কথাই ভাববো!