কোনো মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হলে তাকে চড় মেরে বসেন নিলয়! তবে বাস্তবে নয়, ‘ফলো হার’ নাটকে এই অভিনেতাকে এমন চরিত্রে দেখা যাবে। খবর বাংলানিউজের।
রাহুল রাজুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অসীম রায়। এতে নিলয় আলমগীর ছাড়া আরও অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, পিন্টু আকন্জী, আনোয়ার হোসেন, আফরোজা শশী, আজিজুর রহমান আজাদসহ অনেকে।