বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘জীবনের উৎসবে একসাথে’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম নিজেই। এর ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, আমার নতুন এই গানে দেখানো হবে ভালোবাসা শুধু রোমান্টিকতার সম্পর্কের মধ্যেই আটকে নেই। বরং ভালোবাসা হতে পারে মানুষের প্রতি, বন্ধুত্বের প্রতি, এমনকি প্রকৃতির প্রতিও। খবর বাংলানিউজের।
গানটি নির্মাণ করেছে বিশ্বব্যাপী ইনস্ট্যান্ট যোগাযোগ প্ল্যাটফর্ম ইমো। প্ল্যাটফর্মটি বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে এরকম ব্যতিক্রমধর্মী গানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সবাইকে তাদের ভালোবাসার কাজে উৎসাহ দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। গানটি সব শ্রেণি-বয়সের শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে তাদের প্রত্যাশা। জানা যায়, গতকাল রোববার ভালোবাসা দিবস থেকে মিউজিক ভিডিওটি ইমোর মাইপ্লানেট, ইউটিউব এবং ফেসবুক পেইজ এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে।