ভিন্ন রুপে ভূমি

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। এবারের ভলোবাসা দিবসটি একটু ভিন্নভাবে পালন করছেন তিনি। বর্তমানে ভারতের ঋষিকেশে ‘বাধাই দো’ সিনেমার শুটিং করছেন ভূমি। সেখানে একটি দাতব্য সংস্থার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের ব্যবস্থা করেছেন এই অভিনেত্রী। ঋষিকেশের বসতি ও গ্রাম্য অঞ্চলের শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে কাজ করছে দাতব্য সংস্থাটি। বিষয়টি জানতে পেরে ভীষণ অবাক হন ভূমি। এরপর নিজে শিশুদের জন্য বিশেষ এই আয়োজনটি করেন। ভালোবাসা দিবসে ভূমির এই উপহার পেয়ে ভীষণ আনন্দিত শিশুরা। শিবাঙ্গি নামের একজন বলেন, আমি পাঙ্খ স্কুলের একজন শিক্ষার্থী। আমরা ভূমির অনেক সিনেমা দেখেছি। দম লাগাকে হ্যায়সা সিনেমার কথা মনে আছে কারণ এটি ঋষিকেশে যেখানে আমাদের স্কুল সেখানেই শুটিং হয়েছে। আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ ভূমি ম্যাম। সিমরন নামে অপর একজন বলেন, ভূমি আমি আপনার অনেক বড় ভক্ত। টয়লেট: এক প্রেমকথা, দম লাগাকে হ্যায়সা সিনেমাগুলো দেখেছি। সিনেমাগুলো সত্যিই অসাধারণ ছিল এবং এতে সমাজের জন্য বার্তাও ছিল। ধন্যবাদ।

পূর্ববর্তী নিবন্ধলাইফ স্টাইল এন্ড ফ্যাশন ফেস্টিভ্যাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রীতমের নতুন গান