চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত প্রিমিয়ার ও প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন্স হয়েছে যথাক্রমে বাকলিয়া একাদশ এবং কাস্টম স্পোর্টস ক্লাব। প্রিমিয়ার বিভাগে সুপার থ্রি পর্বে বাকলিয়া একাদশ শীর্ষ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা রানার্স আপ হয়। প্রিমিয়ার ডিভিশন ভলিবল লীগে ১২ টি দল অংশগ্রহণ করে। পাশাপাশি প্রথম বিভাগ ভলিবল লীগে সুপার ফোর পর্বে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে কাস্টম স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি রানার্স আপ হয়। প্রথম বিভাগ ভলিবল লীগে ১৬ টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে সমাপনী ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দীন শামীম এর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ভলিবল কমিটির সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য জি এম হাসান, দিদারুল আলম, নাসির মিঞা, কাউন্সিলর নোমান আল মাহমুদ, তনিমা পারভীন, সৈয়দ নূর নবী লিটন, সিজেকেএস ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শোয়াইব, সিরাজুল ইসলাম মজনু, যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ, সদস্য নাজনীন হক চৌধুরী, মাহবুবা রহমান প্রমূখ ।