প্রিমিয়ার ক্রিকেটে প্রথম জয় মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দুর্বল মোহামেডান ৩ উইকেটে তুলনামূলক অনেক শক্তিশালী রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। টানা সাত খেলায় পরাজয়ের পর ৮ম রাউন্ডে এসে প্রথম পয়েন্টের মুখ দেখলো ঐতিহ্যবাহী এ মোহামেডান। অন্যদিকে তৃতীয় পরাজয় বরণ করে রাইজিং স্টার ক্লাব লিগে রানার্স আপের দৌড়ে কিছুটা হোচট খেলো। টসে জিতে মোহামেডান গতকাল প্রথমে ব্যাট ব্যাট করতে পাঠায় রাইজিং স্টার ক্লাবকে। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে তারা ২১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আসাদুর রহমান মুন্তাসির মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি করার সুযোগ হারান। ১১৮ বল খেলে ৯৯ রান করে রান আউটের শিকার হন এ ব্যাটার। ৮টি চার হাঁকান তিনি। অন্যদের মধ্যে ওপেনার সাইদুল ইসলাম তুহিন ৪১,আবিদ মো. চৌধুরী আলভী ১৯,আল ইমরান ১৬ এবং তারেক রহমান অপরাজিত ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। বোলিংয়ে মোহামেডানের তৌহিদ হাসান এবং তানভীর সাদাত কিং ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান শামিম মিয়া,উত্তম সরকার এবং সোহেল হোসেন।

জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪৮.৪ ওভার খেলে জয় করায়ত্ত করে নেয়। তারা ৭ উইকেট হারিয়ে ২২০ রান তুলে নেয়। শূন্য রানে প্রথম উইকেটের পতন হলেও পরের ব্যাটাররা ছোট ছোট জুটিতে রান সংগ্রহে মনোযোগী হয় এবং লক্ষ্যে পৌঁছে তারা। দলের মো. তানভীর ৮৩ বল খেলে সর্বোচ্চ ৬৫ রান সংগ্রহ করেন। ৭টি চার এবং ১টি ছক্কা হাঁকান তিনি। অন্যদের মধ্যে ওপেনার ইশতিয়াক হোসেন ৩১, উদয় ভুইয়াঁন ২৯,আশফাক আহমেদ জিটু ২১ এবং মো. তুহিন মেহেদি ১৭ রান করেন। খেলা শেষ করে আসেন শামিম মিয়া অপরাজিত ২৩ এবং উত্তম সরকার অপরাজিত ১৪ রান করে। অতিরিক্ত থেকে যোগ হয় ২০ রান।

রাইজিং স্টার ক্লাবের পক্ষে ২টি উইকেট পান আসাদুর রহমান মুন্তাসির। ১টি করে উইকেট নেন আকিবুল ইসলাম আকিব,ওমর ফারুক চৌধুরী, জাহেদুল ইসলাম মেহেদি এবং আবিদ মো. চৌধুরী আলভী। আজকের খেলায় অংশ নেবে শহীদ শাহজাহান সংঘ এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস ভলিবল লিগ মাঠে গড়াচ্ছে আজ
পরবর্তী নিবন্ধকলকাতার সিনেমা ‘মেঘলা’য় মিথিলা