প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পঞ্চম জয় পেল পাইরেটস অব চিটাগাং। শিরোপার লক্ষ্যে দল গড়া পাইরটেস লিগের শুরুতেই ছিটকে পড়ে। তবে এর পর থেকে ধীরে ধীরে জয়ের ধারায় ফিরতে থাকে। এবং সে ধারা অব্যাহত রেখেছে গতকালও। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাইরেটস অব চিটাগাং ৭ উইকেটে হারিয়েছে ফ্রেন্ডস ক্লাবকে। এই জয়ের ফলে ৯ ম্যাচের পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ফ্রেন্ডস ক্লাব। গতকাল সকালে টসে জিতে ব্যাট করতে নামা ফ্রেন্ডস ক্লাব শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে।
বিশেষ করে পাইরেটস অব চিটাগাং এর বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে। উদ্বোধনী জুটিতে ১৯ রান যোগ করার পর দ্বিতীয় উইকেটে আকিব এবং ফারদিন মিলে যোগ করেন ৩১ রান। আর সেটাই ছিল ফ্রেন্ডস ক্লাবের সর্বোচ্চ রানের জুটি। এজুটি ভাঙ্গার পর কেবলই আসা যাওয়া করেছে ফ্রেন্ডসের ব্যাটাররা। আর তাতেই ৩০.৪ ওভারে মাত্র ৭৩ রানে অল আউট হয় ফ্রেন্ডস ক্লাব। আর একটুর জন্য লিগের সর্বনিম্ন রানের লজ্জা থেকে রক্ষা পেল ফ্রেন্ডস ক্লাব। এখনো বন্দর ক্রীড়া সংস্থার করা ৬৯ রান লিগের সর্বনিম্ন দলীয় স্কোর। ওপেনার ফারদিন খান ৪৮ বলে ৩৩ আর ওয়ান ডাউনে নামা আকিব আলি ১৯ রান ছাড়া ফ্রেন্ডস ক্লাবের আর কোন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারেনি। চারজন ব্যাটার ফিরেছেন শূন্য রানে। তিনজন ফিরেছেন এক রান করে। অর্থাৎ সাতজন ব্যাটারের সংগ্রহ তিন রান। আরো বললে নয়জন ব্যাটার মিলে যোগ করেছেন ১৩ রান। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে মহিউল ইসলাম ৭ ওভার বল করে ১০ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। ২টি উইকেট নিয়েছেন বেলাল। একটি করে উইকেট নিয়েছেন রুবেল এবং বক্কর।
৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই আরমান উল্লাহকে হারায় পাইরেটস। তৃতীয় ওভারে ফিরেন সিফাত। দলের রান তখন ৮। এরপর আলিফ এবং রুবেল মিলে যোগ করেন ৫৬ রান। ১৭ রান করে ফিরেন রুবেল। এরপর আর কোন সুযোগ দেননি আলিফ ফ্রেন্ডস ক্লাবের বোলারদের। মাত্র ১১ ওভারে ৭ উইকেটে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন এই ওপেনার। ৩৪ বলে ৫টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে অপরাজিত ছিলেন আলিফ। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ২টি উইকেট নেন সাঈদ সরকার।