মুজিব শতবর্ষ সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লিগের সমাপনী আজ। সন্ধ্যা ৬:৩০ টায় লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার ৫ম রাউন্ড শেষে প্রিমিয়ার বিভাগে শীর্ষে আছে আবেদীন ক্লাব, বাকলিয়া একাদশ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, পাঁচলাইশ যুব সংঘ। ১ম বিভাগে শীর্ষে আছে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, আগ্রাবদ কমরেড ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, শতদল ক্লাব, মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, চিটাগাং রয়েল।