প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভাপতি মো. মাহবুব আলম তালুকদার। অর্থ কমিটির সদস্য হিসেবে এই সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন। অর্থ কমিটির সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর অনলাইনে সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২৫–২০২৬ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। বাজেটে গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়, যা শিক্ষক ও মেধাবি শিক্ষার্থীরা গবেষণার জন্য পাবেন। এছাড়াও বই ও আন্তর্জাতিক জার্নালসমূহ ক্রয় করার জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন উপ–পরিচালক (অ্যাকাউন্টস) রাজিব কুমার বৈদ্য ও শিহাব উদ্দিন কবির। প্রেস বিজ্ঞপ্তি।