প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে গতকাল রাত ১১টা ১ মিনিটে শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার বেদীমূলে, তাঁদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, রেজিস্ট্রার মো. খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।