কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, প্রচারপত্র বিলি, মাইকিং, উঠান বৈঠকসহ ভোটারদের কাছে ছুটছেন এসব প্রার্থীরা।
গত ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দের দিনই শুরু হয় প্রার্থীদের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরী উপজেলার চরপাথরঘাটা, বড়উঠানসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। অপরদিকে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী গত দুইদিনে শিকলবাহা, চরলক্ষ্যা ও কলেজ বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
এদিকে হাঁস প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশি। তিনিও সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন জায়াগায় ভোটারদের ধারে ধারে ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভোটারদের হাতে তুলে দিচ্ছেন হাস প্রতীকের প্রচারপত্র। সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন শিকলবাহা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের কন্যা ডা. ফারহানা মমতাজ। তিনি ফুটবল প্রতীক নিয়ে মাঠে প্রচারণায় নেমেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আ. লীগ নেতা আমির আহম (চশমা), যুবলীগ নেতা মো. মহিউদ্দীন মুরাদ (উড়োজাহাজ) ও আবদুল হালিম তালা প্রতীকে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ. লীগের সভাপতি মোমেনা আকতার নয়ন (কলস) ও রানু আকতার (বৈদ্যুতিক পাকা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে ৪২টি কেন্দ্রে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, কর্ণফুলীতে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন।