প্রার্থীদের পোস্টার বিড়ম্বনা!

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:২১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে পোস্টার নিয়ে বিপাকে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনী বিধি অনুযায়ী দেয়ালে বা ঘরের বেড়ায় পোস্টার লাগানো নিষিদ্ধ হওয়ায় প্রার্থীরা তা দড়িতে গেঁথে বিভিন্ন স্থানে ঝুলিয়ে দিচ্ছেন। কিন্তু এভাবে ঝোলানো পোস্টার দু-তিন দিনের বেশি টিকছে না। কুয়াশা ও শিশিরে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো। ফলে বাধ্য হয়ে একইস্থানে নতুন করে আবার পোস্টার ঝোলাতে হচ্ছে প্রার্থীদের। কোনো কোনো প্রার্থী স্বচ্ছ পলিথিনে মুড়ে পোস্টার ঝুলিয়ে দিচ্ছেন। কিন্তু এতেও দীর্ঘদিন রাখা যাচ্ছে না সেগুলোকে। কুয়াশা ও শিশিরের কারণে পলিথিনের ভেতরে থাকা পোস্টারগুলোও নষ্ট হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, অনেক স্থানেই পোস্টারবিহীন দড়ি ঝুলে রয়েছে। সীতাকুণ্ড পৌর বাজারে দড়িতে গেঁথে পোস্টার ঝোলাচ্ছিলেন এক মেয়র পদপ্রার্থীর দুজন কর্মী। নুরুল ইসলাম ও মোবারক নামের ওই কর্মী দুজন জানান, দুদিন আগে ওই স্থানসহ অন্যান্য এলাকায় পোস্টার ঝোলানো হয়েছিল। কিন্তু শিশিরে পলিথিনবিহীন পোস্টারগুলো খুলে পড়ে গেছে। তবে পলিথিনে মোড়া পোস্টারগুলো বেশিদিন ধরে টিকে আছে। তারা জানান, পোস্টার নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত নতুন পোস্টার ঝোলাতে হচ্ছে। তা না হলে অন্য প্রার্থীর সমর্থকেরা জায়গা দখল করে পোস্টার ঝুলিয়ে দিচ্ছেন।
দুই কাউন্সিলর প্রার্থীর স্বজনরা জানান, ঝোলানো পোস্টার দু-তিন দিনের বেশি কোনো যাচ্ছে না। এতে পোস্টারের পেছনে কর্মীদের লাগিয়ে রাখতে হচ্ছে। বিষয়টি যেমন বিড়ম্বনার সৃষ্টি করেছে, তেমনি ব্যয়ও বাড়িয়ে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটার লাইসেন্স ইউপি চেয়ারম্যানকে জরিমানা
পরবর্তী নিবন্ধওয়াসার জায়গা থেকে কমিউনিটি সেন্টার উচ্ছেদ