ওয়াসার জায়গা থেকে কমিউনিটি সেন্টার উচ্ছেদ

মদুনাঘাটে অভিযান

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:২২ পূর্বাহ্ণ

হাটহাজারীর মদুনাঘাটে অভিযান চালিয়ে ওয়াসার জায়গা থেকে রিলেশন পার্ক নামে একটি কমিউনিটি সেন্টার উচ্ছেদ করেছে চট্টগ্রাম ওয়াসা। গতকাল সকাল ১০টার দিকে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা এসব স্থাপনা উচ্ছেদ করেন। ওয়াসার এস্টেট কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম বলেন, এটা ওয়াসার জায়গা। নিয়মানুযায়ী আমরা দখলে নিয়েছি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে চলতি বছর রেজিস্ট্রি করে নেয়া হয়েছে জায়গাটি। এখানে কারো মালিকানা নেই। কমিউনিটি সেন্টার বিষয়ে তিনি বলেন, তারা ১ বছরের জন্য লিজ নিয়ে বহুবছর অবৈধভাবে দখলে রেখেছিলেন জায়গাটি। তাদের সাথে আমাদের কোন ঝামেলা নেই।
এদিকে লিজমূলে জায়গাটির মালিকানা দাবি করে সৈয়দ নেছার উদ্দিন বুলু বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা নিয়ে কমিউনিটি সেন্টার নির্মাণ করে এটি দখলে ছিলাম। কোন নোটিশ ছাড়া ওয়াসা আমাদের কমিউনিটি সেন্টার গুঁড়িয়ে দিয়ে তা দখলে নেয়। তিনি বলেন- এবিষয়ে ক্ষতিপূরণ মামলা করা হবে। ওয়াসার সার্ভেয়ার গোলাম সরোয়ার বলেন, অভিযানে ৫০ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থীদের পোস্টার বিড়ম্বনা!
পরবর্তী নিবন্ধশুভ বড়দিন আজ