প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

দাবি মেনে নেওয়ায় গতকাল বিকেল ৫টার দিকে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান এবং দুই চালককে মারধরের প্রতিবাদে গতকাল ভোর ৬টা থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, নগরীর পাহাড়তলী এলাকায় গত বুধবার বিকেলে মাদকাসক্ত এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। তখন স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠাতে আমাদের একটি গাড়ি আটক করেন। তবে আমাদের গাড়িতে এ ধরনের আহত ব্যক্তিকে ওঠানোর নিয়ম নেই। চালক রাজি না হওয়ায় বিক্ষুব্ধ লোকজন তার লাইসেন্স ও বন্দরের কার্ড জব্দ করেন। তখন চালক আমাদের সভাপতি সেলিম খানকে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে যান। তখন সেলিম খানকেও মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আমাদের শ্রমিকরা গাড়ি চালনো বন্ধ রাখেন। তবে আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন শিকদার জানান, প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে বিকেল পাঁচটার দিকে। খবরটি আসার পর ধীরে ধীরে কন্টেনার পরিবহনে কর্মচাঞ্চল্য ফিরে আসে ডিপোগুলোতে।

পূর্ববর্তী নিবন্ধদিনভর অসহ্য গরম, রাতে বৃষ্টি
পরবর্তী নিবন্ধবন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকির চেষ্টা