প্রহেলিকা

বীথি বড়ুয়া | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

আমি তোমার হাত ধরবো বলে
কতো যোজন যোজন পথ হেঁটেছি
স্বপ্নে কিংবা বাস্তবে আমি
তোমার দেখা পাইনি।
আমার কি ভুল ছিলো
তেমনি তোমারও কোন
ভুল ছিলো কিনা জানা হয়নি।
তবু্‌ও আজো আমি তোমাকে খুঁজি
জনারণ্য কিংবা বক্তৃতার মাঠে
তোমার গম্ভীর, মাধুর্যভরা কন্ঠস্বর
আমার অনেক প্রিয় ছিলো
কিন্তু তোমাকে তাও বলা হয়নি।
এরকম ছোট ছোট আবেগ মাখানো
কথামালা দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা
লিখা যায়, কিন্তু কি হবে লিখে,
তুমিতো আমার মনের কথাগুলো
পড়তে ও চাওনি।
সময় কি ছিলো না তোমার
নাকি অপচয়ের খাতায় ভুলে
যোগ-বিয়োগ আর কিছু ভগ্নাংশ
নিয়ে চলেছো তোমার পথে।
সেখানে অবশিষ্টাংশ আছে বলে
তেমন কিছু খুঁজে পাইনি।

পূর্ববর্তী নিবন্ধফোনটি আসেনি, এলো স্বাধীনতা
পরবর্তী নিবন্ধআমাদের স্বাধীনতা