বানের জলের সবক’টি স্রোতের মুখই বহন করে সমগ্র নদীর টান। আমার বুকে যে আলোড়ন, কেবল তাকেই আমি বিশ্বাস করি।অন্যায়-আপসের বিরুদ্ধে ধৈর্য ধরে ক্লান্ত বিরক্ত তবুও দায়িত্ব নেওয়ার মতো আজও আত্মবিশ্বাসী। আপনার কাছাকাছি লোকটা সে-ই, যে আপনার পাশে দাঁড়ায় শত প্রতিকূলতার মাঝে বিশ্বাস রেখে কাঁধে কাঁধ হাতে হাত দিয়ে চলে। সততা আর নুয়ে না পড়ার দৃঢ় শপথ নিয়ে মৃত্যুর শেষ নিঃশ্বাসের আগেও তা অব্যাহত রাখতে হবে জয়ের নেশায়। প্রবাদ আছে পরাজয়ে ডরে না বীর। যুদ্ধ ক্ষেত্রে সেনাপতি একজন আর সৈন্য হাজার হাজার লক্ষ লক্ষ।তাই জয়- পরাজয় হলেও যুদ্ধ ক্ষেত্রে সেনাপতির নামেই লেখা থাকে। শত অবহেলার মাঝেও প্রবল আত্মবিশ্বাসী মনে ভালোবাসার ফটোগ্রাফি, কর্মক্ষেত্র ও জীবন যুদ্ধে সেনাপতি হিসাবেই চালিয়ে যেতে চাই আমৃত্যু। কারণ এই তিনটিই যে আমার জীবনের ধ্যান-জ্ঞান ।