মোবাইল ফোন ব্যবহারে সচেতন হোন

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

মোবাইল ফোন এখন প্রায় সবারই নিত্যসঙ্গী। কথা বলা ছাড়াও খুদে বার্তা পাঠানো, ছবি তোলা, ইন্টারনেটের ব্যবহার এসব কাজে এখন মোবাইল ফোন ব্যবহৃত হয়। বর্তমানে অনেকে এ ফোন নিয়ে এতটা সময় কাটায় যে, তা আসক্তির পর্যায়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এ আসক্তির কারণে সংশ্লিষ্ট ব্যক্তির নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন অনবরত মেসেজ পড়া, ই-মেইল দেখা এবং মোবাইলের ছোট স্ক্রিনে ব্রাউজ করলে চোখের পেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে দৃষ্টিতে সমস্যা দেখা দেয়। এখন বেশিরভাগ মোবাইল ফোনই আঙুলের স্পর্শের মাধ্যমে চালানো হয়। এ কারণে বেশিক্ষণ মোবাইল চালালে আঙুল ও কবজিতে ব্যথা হতে পারে।
এ ছাড়া অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে ঘাড়-মাথাব্যথাও হতে পারে। দীর্ঘসময় মোবাইল ফোনে কথা বললে শ্রবণে সমস্যা দেখা দিতে পারে। মোবাইল ফোন কানে লাগিয়ে বেশি কথা বললে মস্তিষ্কের ওপরও কম-বেশি প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এ ফোন বাম কানে লাগিয়ে কথা বললে ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। তবে এ ক্ষেত্রেও মোবাইল ফোন ব্যবহারের সময় যত কমানো যায়, ততই ভালো। গোটা বিশ্বে লাখো মানুষ এখন নানারকম হতাশায় ভুগছেন। মনোবিজ্ঞানীরা বলছেন, বেশিরভাগ মানসিক রোগই হয় চাপ থেকে। আর এ চাপের অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম, যা মোবাইল ফোনের মাধ্যমেই দ্রুত বিস্তৃত হচ্ছে।
আল-আমিন আহমেদ
শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধমহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী
পরবর্তী নিবন্ধপ্রবল আত্মবিশ্বাসী মন