প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট দিল্লি পৌঁছালেও মোমেন তাতে ছিলেন না। খবর বিডিনিউজের।
প্রধানমন্ত্রীর সফরগুলোতে সাধারণত সফরসঙ্গী হন পররাষ্ট্রমন্ত্রীরা। শেখ হাসিনার ভারত সফরেও পররাষ্ট্রমন্ত্রী মোমেনের যাওয়ার কথা ছিল। রোববার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ডাকা
সংবাদ সম্মেলনে তিনি নিজেও দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছিলেন।
শেষ মুহূর্তে তার বাদ পড়ার বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে যেতে পারেননি মন্ত্রী।
তবে জাতীয় নির্বাচনে ‘ভারতের সহযোগিতা’ চাওয়া নিয়ে মোমেনের সাম্প্রতিক মন্তব্য দুই দেশকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল, সে বিষয়টি তার বাদ পড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে মনে করছেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। তাদের একজন বলেন, এর আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য হিন্দু সম্প্রদায়কে ক্ষুদ্ধ করেছিল। এবার ‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে’ ভারতের সহযোগিতা চাওয়ার কথা বলায় আওয়ামী লীগ বিব্রত হয়। এসব কারণে শেষ মুহূর্তে বাদ পড়েছেন তিনি।
এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি এদিন এসএসসি পরীক্ষা নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এলে তাকে পররাষ্ট্রমন্ত্রীর বাদ পড়ার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা।
উত্তরে দীপু মনি বলেন, যে কোনো কারণেই হোক, উনি যেতে পারেননি। তবে কেন তিনি যেতে পারেননি, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জানেন।