প্রথমবার বিজ্ঞাপনে ফেরদৌস-ফারিয়া

| মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

প্রথমবার কোনো বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে এই বিজ্ঞাপনটি বানানো হয়েছে। প্রযোজনা করেছে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মিয়াজী পাপন। এর মিউজিক করেছেন ইবরার টিপু। সমপ্রতি রাজধানীর বনানী, উত্তরা ও আশপাশের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং শেষ করেছেন তারকা জুটি ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। বিজ্ঞাপনটি প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, করোনোর কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনাকে রুখতে পারে স্বাস্থ্য সচেতনতা। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সে বার্তাই দেয়ার চেষ্টা করেছি। আশা করছি, মানুষকে একটু হলেও সচেতন করবে বিজ্ঞাপনচিত্রটি। ‘আশিকী’ খ্যাত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, ফেরদৌস ভাইয়ের সঙ্গে বহুবার পারফর্ম করেছি। বিজ্ঞাপনে এই প্রথম। এতে দর্শক আমাদের নতুন রূপে খুঁজে পাবেন। মানুষজন যাতে বাসায় থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন- এ বিষয়টি বিজ্ঞাপনে উঠে এসেছে। এদিকে নির্মাতা মিয়াজী পাপন জানান, ইতোমধ্যে বিজ্ঞাপনটি কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইফতারে পছন্দ খেজুর-লেবুর শরবত
পরবর্তী নিবন্ধওয়ারসাইট ব্যান্ডের যুগপূর্তি