ইফতারে পছন্দ খেজুর-লেবুর শরবত

| মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

তারকাদের ধর্ম পালন নিয়ে তাদের ভক্তদের অনেক কৌতূহল। মুসলিম তারকারাও রোজা রাখেন। রোজা নিয়ে শুটিং করেন, ব্যস্ত থাকেন নানা রকম ধর্মীয় প্রার্থনায়। আর সবার মতো তাদেরও আছে রোজা রাখার অনেক মজার স্মৃতি। তাদের ভিড়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক আরিফিন শুভ জানালেন রোজা নিয়ে তার দর্শন ও উপলব্ধির কথা। এ অভিনেতার শৈশব কেটেছে ময়মনসিংহের ধুলা মাটি গায়ে মেখে। মফস্বলে বেড়ে উঠেছেন। রমজান মাসকে উদযাপন করেছেন ধর্মীয় উৎসবমুখর পরিবেশে। কবে প্রথম রোজা রেখেছিলেন স্পষ্ট করে তা মনে নেই। তবে ভাইবোনদের সঙ্গে রোজা নিয়ে অনেক মধুর স্মৃতিই জমে আছে তার শৈশবজুড়ে। শুভ বলেন, ছোটবেলায় রমজান আসলেই একটা উৎসব আমেজ বিরাজ করতো মনে। খুব মজা হতো ইফতার ও সেহরিকে ঘিরে। নামাজে মনযোগ বাড়তো। বড়বেলার রোজার দিনগুলো অনেক গাম্ভীর্যে মোড়ানো। তারকা শুভ ব্যক্তিজীবনে সাদামাটা থাকতেই পছন্দ করেন। খাবারের বেলাতেও ভাত আর ডালকে প্রাধান্য দেন। ইফতারেও তার মেন্যু আর দশটা সাধারণ মুসলমানের মতোই। শুভ বলেন, ভাজাপোড়া আমার ভালো লাগে না। নরমাল ভাত-ডাল টাইপ খাবার আমার পছন্দ। ইফতারে খেজুর আর লেবুর শরবত খুব পছন্দ করি। এ নায়ক মনে করেন রমজান মাসের মূল তাৎপর্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ। পাশাপাশি যারা তিনবেলা খেতে পান না তাদের কষ্টটা উপলব্ধি করা যায়।

পূর্ববর্তী নিবন্ধকরোনামুক্ত হয়ে ঘুরতে গেলেন তারা
পরবর্তী নিবন্ধপ্রথমবার বিজ্ঞাপনে ফেরদৌস-ফারিয়া