বেশ কিছুদিন ধরে বাংলাদেশ দলের উদ্বোধনী জুটিটা ঠিকঠাকমত হচ্ছিলনা। তার উপর তামিম ইকবাল নেই এবারের বিশ্বকাপের দলে। তাই ওপেনিং নিয়ে চিন্তার রেখাটা যেন আরো বড় হচ্ছিল বাংলাদেশ শিবিরে। তবে শেষ পর্যন্ত টাইগার শিবিরকে এই ওপেনিং নিয়ে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছেন তানজিদ হাসান তামিম এবং লিটন দাশ। শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ এক উদ্বোধনী জুটি এনে দিয়েছেন এদুজন।
আর সে সাথে বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয়ও। এই শ্রীলংকার বিপক্ষে হেরে এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত সে শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতির প্রথম পর্ব সারল বাংলাদেশ। ইনজুরির কারণে এই স্যাচে ছিলেননা অধিনায়ক সাকিব।
বসিয়ে রাখা হয়েছিল মোস্তাফিজুর রহমানকেও। ব্যাট করতে হয়নি শান্ত, মাহমুদউল্লাহদেরও। তারপরও ৭ উইকেটে শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচে।