চন্দনাইশের দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন উপজেলা যুবলীগের সদস্য মো. লোকমান হাকিম। গত শুক্রবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
লোকমান হাকিম বলেন, আমি দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। যেকোনো দুর্যোগ মুহূর্তে এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা রেখেছেন আগামী ১৭ জুলাই দোহাজারী পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়ে তার প্রমাণ দেব।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দলীয় মনোনয়ন বোর্ড যাকে নৌকা প্রতীক দিয়েছেন তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। লোকমান হাকিম বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আবুল কাশেম লেদুর ছেলে। তিনি মনোনয়ন পাওয়ায় স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
লোকমান হাকিম ছাড়াও দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আরো পাঁচজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এম বাবর আলী ইনু, দোহাজারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ ও দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সাল।
উল্লেখ্য, ২০১৭ সালে দোহাজারী পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারির ৬ বছর পর আগামী ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩৩ হাজার ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১ জন মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত করবেন।
চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুন মনোনয়নপত্র দাখিল, ১৯ জুন মনোনয়নপত্র বাছাই এবং ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ১৭ জুলাই ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।