বাংলাদেশ সফরে আসা পাকিস্তান প্রথম ম্যাচের আগের দিন ঘোষণা করেছে ১২ জনের দল। সিরিজ শুরুর টি-টোয়েন্টিতে নেই বাঁহাতি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও বিস্ফোরক ব্যাটসম্যান আসিফ আলি। বিশ্বকাপ সেমি-ফাইনালে খেলা একাদশের আট জন আছেন এই ম্যাচের দলে। সঙ্গে রাখা হয়েছে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলি ও খুশদিল শাহ এবং দুই অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। প্রথম টি-টোয়েন্টির ১২ জনের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।