চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মতো এমডি কোর্স চালুর অনুমোদন দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের-এর স্বাক্ষরে ৩ নভেম্বর (গতকাল) জারিকৃত এক প্রজ্ঞাপনে এমডি কোর্স চালুকরণ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদনের এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টির অধিভূক্ত ফৌজদারহাটের বিআইটিআইডিতে (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস) ৫ বছরের কোর্সটি পরিচালিত হবে। ‘ইনফেকশাস ডিজিজ এন্ড ট্রফিক্যাল মেডিসিন’ বিষয়ের এই এমডি কোর্সে ৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে ৩ জন সরকারি ও ২ জন বেসরকারি পর্যায়ের চিকিৎসক এ সুযোগ পাবেন। প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রামের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে এমডিসহ পোস্টগ্রাজুয়েশন কোর্সগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে পরিচালিত হয়ে আসছে। সে হিসেবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রথম কোন প্রতিষ্ঠানে এমডি বা পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালুর অনুমোদন পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান আজাদীকে বলেন, আমাদের (চট্টগ্রাম) মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মতো কোন প্রতিষ্ঠানে এমডি কোর্স চালু হবে। এতদিন এমবিবিএস/বিডিএসসহ আন্ডারগ্রাজুয়েশন বিভিন্ন কোর্স পরিচালিত হলেও পোস্ট গ্রাজুয়েশন কোর্সের অনুমোদন পাওয়া গেল এই প্রথম। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। এখন থেকেই এমডি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তবে আগামী বছরের (২০২২ সালের) শুরুতে প্রথম ব্যাচের কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানালেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান।