কোথায় নেই- মহাকাশে
মাটি কি পাতালে?
প্রতিদিনের সূর্য তিনি
প্রকাশ্যে আবডালে।
উড়ন্ত ঐ স্যাটেলাইটে
অমর অক্ষরতা
দিগ্বিদিকে পাঠাচ্ছে রোদ
প্রাণের স্বাধীনতা।
কর্ণফুলি ভাগ্যবতি
নতুন আদর বুকে
টানেলে ঢেউ তুলছে গতির
সমুদ্র সম্মুখে।
তারই সোনার স্বপ্ন ছড়ায়
খরায় সজীবতা
জগৎজুড়ে অবিনাশী
তিনি ও তাঁর কথা-
‘বাংলা আমার ভাষা ও দেশ
বীর বাঙালি আমি
সবুজ মাঠে চপল হাওয়া
নদীর অনুগামী।’
প্রজাপতির ডানায় রোদের
ঝলসে ওঠে হাসি
বনে ফুলের ফুটল জবান-
‘তোমায় ভালোবাসি।’
মধুমতি দূর সাগরের
অজর মহান মিতা
বীর বাঙালির বুকে বুকে
সূর্য জাতির পিতা।