প্রতি কেজি সবজি ১০-১৫ টাকা বেশি দামে বিক্রি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জের ধরে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল সবজির বাজারে এর প্রভাব পড়েছে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কম ছিল। প্রায় সব সবজির দাম বেড়েছে। গতকাল শনিবার নগরীর কর্ণফুলী কাঁচাবাজারে প্রায় প্রতিটি সবজিরই দাম দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, প্রত্যন্ত অঞ্চলের সবজি দিয়ে শহরের চাহিদা মেটানো হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি আসে শহরে। আবার বিভিন্ন আড়ত ও গুদাম থেকেও আনা হয় সবজি। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে সবজির সরবরাহ নেটওয়ার্ক ভেঙে পড়েছে। এতে করে বাজারে সংকট তৈরি হয়েছে। স্থানীয়ভাবে সিএনজি টেঙিসহ বিভিন্ন মাধ্যমে কিছু সবজি বাজারে আনা হলেও পরিবহন ব্যয় বেড়ে গেছে। এই বিষয়টিও সবজির বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।
এদিকে শাকের একটি বড় অংশের যোগান স্থানীয়ভাবে দেওয়া হলেও কেন এভাবে দাম বাড়ানো হলো তার সদুত্তর বিক্রেতারা দিতে পারেননি।
টমেটো, মিষ্টি কুমড়ো, কাঁচা পেঁপে, বরবটি, বেগুনসহ সব সবজি চড়াদামে বিক্রি হচ্ছে। প্রতিটি সবজি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি বিক্রি করা হয়েছে। গতকাল প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়, বাঁধাকপি ৬০ টাকা, লাউ ৩৫ টাকা, ফুলকপি ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মিষ্টি কুমড়ো ৬০ টাকা ও কাঁচামরিচ ১২০ টাকায় বিক্রি হয়েছে। সবজির দাম বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। নাসিরাবাদ উইমেন কলেজ মোডের কামরুল ইসলাম কর্ণফুলী বাজারে গতকাল আজাদীকে বলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমে কঠিন হয়ে উঠছে। ধর্মঘটের একদিনের মাথায় প্রতি কেজি সবজিতে ১০ থেকে ১৫ টাকা মূল্যবৃদ্ধি অস্বাভাবিক।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় এক মৃত্যু